05
Aug

হিসাবরক্ষণ

ব্যংক, ক্যাশ, ক্রেতা, বিক্রেতা, লাভ, ক্ষতির সুবিন্যস্ত ও সুনির্দিষ্ট রিপোর্ট শুধুমাত্র সফটওয়্যার এর মাধ্যমেই তৈরি করা সম্ভব। এক্সট্রিম-অফিস আপনার ব্যব্সায়িক জটিল হিসাবের সহজ ও নিশ্চিত সমাধানের সহায়তা করবে। বেসিক থেকে প্রিমিয়াম ভার্সন সবগুলো সাবস্ক্রিপশন প্যাকেজ ই হিসাবরক্ষন ব্যবস্থাপনার সুবিধা রয়েছে। এক্সট্রিম অফিসের হিসাবরক্ষণ ছোট-বড় যেকোন সাইজের প্রতিষ্ঠানে সহজেই ব্যবহার করতে পারবে।

হিসাবরক্ষণ ব্যবস্থাপনার কার্যপ্রণালীঃ

  • আয়-ব্যয় ব্যবস্থাপনা
  • ক্রয়-বিক্রয় ব্যবস্থাপনা
  • ডেবুক
  • লেজার (মাস/বছর অনুযায়ী)
  • সেলস সামারি
  • এক্সপেন্স সামারি